¡Sorpréndeme!

এক পরীকে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে তার বাবা || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

আমাদের সন্তানদের ঘিরে মাঝে মধ্যেই স্বপ্ন দেখি তাকে ভবিষ্যতে কি বানাবো? যখন কোথাও চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার অথবা অবাক করা ভালো সেবা পাই তখন মনে হয় সন্তানকে ডাক্তার বানাবো। আবার কখনও কোনো সরকারি/বেসরকারি কর্মকর্তার মুগ্ধ করা আচরণ ও সাফল্য দেখে ডাক্তার বানানোর সিদ্ধান্ত থেকে তাৎক্ষণিকভাবে সরে এসে মনে হয় সন্তানকে সেই কর্মকর্তার মতোই মানুষ বানাবো। এমন শত শত স্বপ্ন তৈরি হয় সন্তানদের ঘিরে। কিন্তু যখন সেই সন্তান মৃত্যু ঝুঁকিতে থাকে তখন সকল চাওয়া পাওয়ার ব্যতয় ঘটে। সেই সময় বাবা-মায়ের শেষ চাওয়া হয় যেকোনো মূল্যে তার সন্তানকে বাঁচাতে হবে। তেমনি এক বাবা জীবনের সব স্বপ্ন বিসর্জন দিয়ে শুধুমাত্র সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করছেন।

বিস্তারিত পড়ুন https://bit.ly/2XcoDeG